সিরাজগঞ্জে টিসিবি পণ্যের ফ্যামিলি কার্ড তৈরিতে টাকা নেয়ার অভিযোগ
টিসিবি পণ্যের ফ্যামিলি কার্ড তৈরি করতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. মীরা বেগমের বিরুদ্ধে। টাকা নেওয়ার ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। পৌরসভার ওই ৩টি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. মীরা বেগম প্রতি কার্ডের জন্য ২০০ করে টাকা নিয়েছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা থেকে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করার লক্ষ্যে পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ২ হাজার ১০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। আর এই তালিকা তৈরি করার দ্বায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের দেওয়া হয়।
১২ নম্বর ওয়ার্ডের ভুক্তভুগী হাওয়া বেগম, জোসনা বেগম আসিয়া খাতুনসহ অনেকেই অভিযোগ করে বলেন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মোছা. মীরা বেগম আমাদের কাছ থেকে ২০০ করে টাকা নিয়েছেন টিসিবির কার্ড তৈরির কথা বলে। পরে আমরা জানতে পারি সরকার আমাদের এই কার্ড বিনামূল্যে দিয়েছে। সে আমাদের এলাকার কাউন্সিলর তাই তিনি টাকা চেয়েছেন আমরা দিয়ে দিয়েছি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে নারী কাউন্সিলর মোছা. মীরা বেগম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার সম্মানহানি করতে মহিলাদের দিয়ে এমন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, টিসিবি পণ্যের তালিকা ও কার্ড তৈরির জন্য টাকা নেওয়া অন্যায়। কাউন্সিলর মীরা যদি টাকা নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাশুকাতে রাব্বি বলেন, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনও সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ