নাটোরে পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারশিপ স্থগিত
নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে পাচারকালে সরকারি ওএমএসের চাল ও আটা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ সাময়িক স্থগিত করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে খবর পেয়ে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের বুড়াদরগার এলাকায় অভিযান চালায় এনএসআই সদস্যরা। এ সময় ওইসব চাল ও আটা জব্দ করা হয়।
জব্দ করা চালের পরিমাণ ৬০০ কেজি। আর আটার পরিমাণ ২৫০ কেজি। অভিযুক্ত ওই ডিলারের নাম শামসুদ্দিন সরকার।
নাটোর জেলার এনএসআইয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ওএমএসের চাল-আটা তুলে নিয়মমতো বিক্রয় করেন না। এমন খবরে বুধবার দুপুরে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের বুড়াদরগার এলাকায় অভিযান চালায় এনএসআই সদস্যরা। এ সময় ওইসব চাল ও আটা জব্দ করা হয়।
জেলার ভারপ্রাপ্ত খাদ্যনিয়ন্ত্রক হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ইতোমধ্যেই ওই ডিলারের ডিলারশিপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি ভিত্তিতে জেলা ওএমএস কমিটির সভা আহ্বান করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমএসপি