সাপাহারে গরু নিয়ে পালানোর সময় ২ ডাকাত আটক
নওগাঁর সাপাহারে গরু নিয়ে পালানোর সময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত ৩টায় উপজেলার তাজপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ধবলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মাদের ছেলে আলম (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মশরীভোজা গ্রামের বোধন মণ্ডলের ছেলে পলাশ (৪০)।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ডাকাতেরা উপজেলার উঁচাডাঙ্গা গ্রাম থেকে একটি গরু ও একটি বাইসাইকেল ডাকাতি করে ভটভটিতে উঠিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে টহলরত পুলিশ পিকআপ ভ্যান দিয়ে ডাকাতদের ভটভটির গতিরোধ করে।
এ সময় ডাকাত সদস্যরা পুলিশের ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ভটভটিটি ঘটনাস্থলে উল্টে যায়। পরে পুলিশ পিছু ধাওয়া করে পলাশকে দেশীয় অস্ত্র ১টি হাসুয়া, ১টি শাবল ও ১টি সুচালো লোহার রডসহ আটক করতে সক্ষম হয়। অপর ডাকাত আলম পায়ে আঘাত পেয়েও দৌড়ে গিয়ে তাজপুর গ্রামের একটি পুকুরে ঝাঁপ দেন।
এ সময় পুলিশ পানি থেকে তাকে তুলতে ব্যর্থ হয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। গুলির শব্দে গ্রামবাসী জেগে ওঠে। গ্রামবাসী ও পুলিশ সদস্যরা পুকুরটিকে ঘিরে ফেলার পর দুই কনস্টেবল পুকুরে নেমে ডাকাত আলমকে তোলা আনে। তবে এ সময় আরও দুই ডাকাত পালিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
আহত দুই ডাকাতকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বুধবার (৯ মার্চ) দুপুরে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।
এমএসপি