চালককে কুপিয়ে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
পঞ্চগড়ের সদর উপজেলায় সুমন ইসলাম (৩৪) নামে এক চালকে কুপিয়ে তার মাইক্রোবাস ছিনতাই চেষ্টার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) সকালে পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
আটককৃতরা হলেন-পঞ্চগড় আহম্মদনগর এলাকার রাহাত আহম্মেদ সানী (২০), পঞ্চগড় তেলিপাড়া এলাকার জামিল হোসেন জিহাদ (২২) ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আব্দুল্লাহ (২১)। তাদের বিরুদ্ধে সুমনের পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৮ মার্চ) রাতে পঞ্চগড় থেকে বীরগঞ্জ যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে কয়েকজন দুর্বৃত্ত। পরে তারা পঞ্চগড় মাইক্রোবাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় পৌঁছালে গাড়ি থামাতে বলে দুর্বৃত্তরা। এ সময় পেছন থেকে চালক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে তারা। পরে তার চিৎকারে স্থানীয়রা দৌঁড়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
পঞ্চগড় সদর হাসপাতারের মেডিকেল অফিসার ডা. রাকিব উল হাসান বলেন, ওই ব্যক্তির ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, মাইক্রোবাস ছিনতাইয়ের উদ্দেশে ওই চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় জড়িত তিন যুবককে আমরা আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসআইএইচ