বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সাইকেল র্যালী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বিশাল এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় বরিশাল সিটি করপোরেশন মেয়র সেনেনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নগর ভবনের সামনে থেকে র্যালিটি লঞ্চঘাট থেকে আমতলার মোড়, নথুল্লাবাদ হয়ে সদর রোডসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূস, জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার), উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামানসহ বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আয়োজকদের মতে, র্যালিতে নগরীর বিভিন্ন শ্রেণির কয়েক হাজার মানুষ লাল-সবুজ রঙের ক্যাপ পরে অংশগ্রহণ করেন। এদিকে সকাল ৯ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরীর সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
এছাড়াও বেলা ১১ টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এএজেড