নিম্নমানের জাল দেওয়ার প্রতিবাদে মৎস্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও
বরগুনার বেতাগীতে জেলেদের মাঝে নিম্নমানের ও ব্যবহার অনুপোযোগী জাল বিতরণের অভিযোগ উঠেছে। এ ছাড়াও এর প্রতিবাদে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন জেলেরা।
সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা, সুবিধাভোগী জেলে ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বেতাগীতে জেলেদের মাঝে জাল বিতরণ করে উপজেলা মৎস্য অফিস। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ জাল বিতরণ করা হয়। ৫ জন উপকারভোগী জেলেকে একটি করে মোট ৪০ জন জেলেকে জাল দেওয়া হয়। তবে পাঁচজন মিলে একটি জাল পাওয়ায় তাৎক্ষণিক জেলেদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন।
এ ছাড়াও নিম্নমানের ও ব্যবহার অনুপোযোগী জাল বিতরণ করা হয়েছে দাবি করে ক্ষুব্ধ জেলেদের একাংশ বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। হট্টগোল শুনে স্থানীয়দের অনুরোধে জেলেরা স্থান ত্যাগ করে।
বেতাগী সদর ইউনিয়নের উপকারভোগী জেলে মো. সোহরাব হোসেন বলেন, 'আমাদের স্বপ্ন ছিল জাল পেয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করব। কিন্ত যে জাল দেওয়া হয়েছে তা ব্যবহার অনুপোযোগী। লাউ গাছে ঝাঁকা দেওয়া ব্যতিত এই জাল দিয়ে নদীতে মাছ ধরা যাবে না।’
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সমাত্বি সাহা বলেন, প্রকল্পের নিয়ম ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জাল বিতরণ করা হয়েছে। জেলেরা পছন্দসই জাল দাবি করলেও তাদের পছন্দসই জাল দেওয়ার উপায় নেই।’
এসএন