পল্টুনসহ নদীতে হেলে পড়ে ওভারলোড ট্রাক
আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীর আমতলী ঘাটে ফেরির পল্টুনের ওপর ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক বিকল হওয়ার আড়াই ঘণ্টা পর যানবাহন পারাপার শুরু হয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুর দেড় টার দিকে পায়রা বন্দরগামী পাথর বোঝাই একটি ট্রাক ফেরি থেকে নামতে গিয়ে পল্টুনের ওপর বিকল হয়ে পড়ে। এতে পল্টুন অর্ধেক ডুবে যায়। ফায়ারসার্ভিসের দুই ঘন্টা ব্যাপি প্রচেষ্টার পর ওই ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও নদীর দুই পাশের বিভিন্ন সড়কে চলাচলরত অর্ধশত যানবাহন আটকা পড়ে। প্রায় আড়াই ঘন্টা এ যানবাহন চলাচল বন্ধ ছিল।
ফেরিঘাটা আটকে পড়া বাস চালক হুমায়ূন বলেন, স্কুলের বাচ্চাদের নিয়ে কুয়াকাটা থেকে আনন্দ সফর শেষে বরগুনা ফেরার পথে দুপুর দেড়টার দিকে ফেরিঘাটে আটকা পড়ি। বিকেল সাড়ে ৩ টার দিকে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে ফেলার পর ফেরি পার হয়েছি।
ফেরির ইজারাদার হাসান বলেন, অধিক লোড দেওয়ার কারণে ট্রাকটি ফেরি থেকে উঠতে গিয়ে বিকল হয়ে পড়ে এবং পল্টুনের একাংশসহ ডুবে যায়। পরে পটুয়াখালী থেকে সড়ক ও জনপদের রেকার এনে অনেক চেষ্টা করে ট্রাকটি সরানো হয়েছে।
তিনি আরও বলেন, আড়াই ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। যানবাহনে অতিরিক্ত পণ্য বহন করার কারণে মাঝেমধ্যেই এমন সমস্যার সৃষ্টি হয়।
বরগুনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দিন জানান, আমতলী ফেরিতে আট টনের অধিক যানবাহন পারাপারের কোনও সুযোগ নেই। ঘাট এলাকায় এ বিষয়ে নোটিশও টানানো আছে। তারপরও কিভাবে এমনটা হলো আমি খোঁজ নিচ্ছি।
এএজেড