দুমকীতে আওয়ামী লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালীর দুমকী উপজেলার বোর্ড অফিস বাজারের পার্শ্ববর্তী সরকারি জমিতে গড়ে তোলা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস ও পুলিশের সহায়তায় সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়।
জানা যায়, ৪ বছর আগে শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন সরকারি জমি অবৈধভাবে দখল করে হাওলাদার এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রাজাখালী মৌজার বি এস ১ খতিয়ানের ৩০০১ দাগের ০.১২৬৬ একর (সাড়ে ১২ শতাংশ) জমি প্রভাব খাটিয়ে অবৈধ দখলে রেখেছিলেন এই আওয়ামী লীগ নেতা। ২০১৯ সালের এক নোটিশে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি না সরিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। নোটিশপ্রাপ্তির কথা স্বীকারও করেছেন এই নেতা।
উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন বলেন, নোটিশ পাওয়ার নির্ধারিত সময় পরেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ২৪ ধারা মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয়েছে।
খালের পূর্ব পাশে ৩৩ জন অবৈধ দখলকারীর উচ্ছেদ বিষয়ে তিনি আরও বলেন, তাদেরকেও নোটিশ দেওয়া হয়েছে। যেকোনো সময়ে অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হতে পারে।
এসজি
