১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১৮ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
২০০৫ সালে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার একটি ধর্ষণ মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেন আদালত। কিন্তু মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত আরিফ হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আম্বিকাপুর গ্রামের মৃত কালাম শিকদারের ছেলে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আরিফ হোসেনের বিরুদ্ধে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় ২০০৫ সালের একটি ধর্ষণ মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৯ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন। পরে ঢাকার আশুলিয়া থানার জিরানী বাজার এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসজি
