গাঁজাসহ চাকরিচ্যুত সেনা সদস্য আটক

বরগুনায় দুই কেজি গাঁজাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটকের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ না হতেই এবার এক কেজি গাঁজাসহ চাকরিচ্যুত এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহসীন ফকির একই ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে এবং চাকরিচ্যুত সেনা সদস্য।
পুলিশ জানায়, গোপন খবরে জানতে পেরে পুলিশ ক্রেতা সেজে মহসীন ফকিরের কাছে গিয়ে তাকে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আটক মহসীন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি সেনা সদস্য ছিলেন। তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ কাওসার নামে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ও প্রতিবাদ জানিয়ে ফেসবুক লাইভে এসে ওইদিন নিজ ঘরে আগুন দেন কাওসারের বড় ভাই চাকরিচ্যুত বিজিবি সদস্য ফেরদৌস বাবু।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও বিষয়টি গাঁজা কাণ্ড ধামাচাপা দিতে ঘটানো হয়েছে দাবি করে ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম।
এসজি
