গলাচিপায় আগুনে ৬ ঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

পটুয়াখালী গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায় আগুনে ছয়টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত মুসলিম পাড়ার আ. লতিফের ঘর থেকে। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশের জব্বার, রহমান ও ইউসুফ আলীর ঘরসহ ছয়টি টিন ও কাঠের বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি খাদ্য ও বস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএন
