ঝালকাঠিতে বিএনপির ১৮৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের উপরে হামলা করে গুরুতর জখম করার অভিযোগে পুলিশ বাদী হয়ে বিএনপির ১৮৮ নেতা-কর্মীকে মামলা করেছে।
মামলায় কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিমসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০-১৫০ জন বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঝালকাঠি সদর থানার এসআই দেবাশীষ মোদক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ মামলা এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার ঝালকাঠিতে পদযাত্রা কর্মসূচি শেষে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে বিএনপি নেতা-কর্মীরা। এতে ঝালকাঠি সদর থানার ওসি (অপারেশন) ফিরোজ কামালসহ ৬ পুলিশ সদস্য আহত হন। সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের উপর হামলা করে গুরুতর জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসজি
