'বিএনপির নির্বাচন ঠেকাতে নতুন ষড়যন্ত্র করছে'
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, বিএনপির নির্বাচন ঠ্যকাতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। গত ২০১৪ সালে আওয়ামী লীগ এককভাবে ভোট করে ১৫৩ সিট জালিয়াতি করে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রেখেছে। পরে ২০১৮ সালে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করে আরও এক নজীর বিহীন ইতিহাস সৃষ্টি করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
গণতন্ত্রকে হত্যা করে এখন তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে! আমাদের কথা বলার সময় হয়েছে। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। শনিবার (২৫ ফেব্রয়ারি) বেলা ১১টায় সদর রোডে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে 'পদযাত্রা' কর্মসূচির অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যাড. মজিবর রহমান সরোয়ার আরো বলেন, 'আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্রের নায়ক ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলতে গিয়ে এই ভোট বিহীন সরকারের হাতে বন্ধী হয়ে আছে। দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথনই ক্ষমতায় আসে তখনই তারা গণতন্ত্র ধ্বংশ করার কাজ করেছে। আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করতে হবে।
বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপত্বিতে পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে পদযাত্রা শুরুর পূর্বে ব্যানারের সামনে থাকাকে কেন্দ্র করে বিএনপির কর্মী ও নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনাও ঘটে। পরে পদযাত্রার এক বিশাল শো-ডাউন নিয়ে নগরীর সদর রোড হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আমতলা মোড় গিয়ে শেষ হয়।
অন্যদিকে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীনের নেতৃতে বরিশাল উত্তর জেলা বিএনপি উদ্যোগে সদররোড থেকে পদযাত্রা কর্মসূচি পালন করে। এসময় কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১০ দফা দাবি গুলো হলো : খালেদা জিয়া সহ সকল কারাবন্ধীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাগানহী মূল্য বৃদ্ধি এবং গণ বিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়া।
এএজেড
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)