পটুয়াখালীতে বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটার অভিযোগ

পটুয়াখালীতে বিএনপির পদযাত্রায় পুলিশ লাঠিপেটা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের বনানী মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্যাস-বিদ্যুৎ-চাল-ডাল-তেল-আটাসহ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পদযাত্রার ডাক দেয় পটুয়াখালী জেলা বিএনপি। এতে অংশ নিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলটির নেতা-কর্মীরা । পরে পদযাত্রাটি পৌরসভার সামনে পৌঁছালে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া করে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করে। আমাদের ৬ নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তবে লাঠিচার্জ করা হয়নি বলে জানান পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, ‘শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাদের (বিএনপি নেতাকর্মী) ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।’
এদিকে এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসআইএইচ
