৫০০ টাকার জন্য এসএমসি ফার্মার প্রতিনিধি কর্তৃক ফার্মাসিষ্ট লাঞ্ছিত
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ঝালকাঠির নলছিটিতে পাওনা ৫০০ টাকার জন্য এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (ফার্মা ডিভিশন) মেডিকেল প্রমোশন অফিসার মো. মহিবুল্লাহ বেলালের বিরুদ্ধে নাচনমহল ইউনিয়নের ভবানীপুর বাজারের সুরভী মেডিকেল হলের স্বত্তাধিকারী মো. নিজামউদ্দিন খানকে শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে ।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসএমসি ফার্মার মেডিকেল প্রমোশন অফিসার মো. মহিবুল্লাহ বেলাল কোম্পানির ওষুধ বিক্রির বকেয়া পাওনা টাকা আদায়ের জন্য মো. নিজামউদ্দিন খানের ফার্মেসিতে যান। এ সময় মো. নিজামউদ্দিন খান বলেন-গ্রামে আমরা ব্যবসা করি। বেচা-বিক্রি খুবই কম। আপনি আমাকে ফোন দিয়ে আসলে আপনার পাওনা টাকার ব্যবস্থা করে রেখে দিতাম এখন তো আমার কাছে টাকা নেই । এর এক পর্যায় উভয়ের সঙ্গে তর্কাতর্কি বাঁধলে এসএমসি ফার্মার প্রতিনিধি মহিবুল্লাহ বেলাল নিজামউদ্দিন খানের নাকে ঘুষি মারেন। এতে নিজামউদ্দিন মেঝেতে লুটিয়ে পড়লে স্থানীরা দৌড়ে এসে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নিজামউদ্দিন খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মো. নিজাম উদ্দিন খান বলেন, ‘এসএমসি ফার্মার নলছিটি উপজেলার বিক্রয় প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল ব্যবসায়িক কারণে আমার কাছে ৫০০ টাকা পাবেন। বৃহস্পতিবার বিকালে সে টাকা নিতে আমার ফার্মেসিতে আসে। আমি তখন বলি গ্রামের ফার্মেসি আগে বলে না আসলে টাকা দেওয়া যায় না। কারণ ক্যাশে টাকা থাকে না। আমি এই কথা বলে তাকে টাকা দেওয়ার জন্য আলমিরা খুলতে যাওয়ার আগেই সে আমার নাকে স্বজোরে ঘুষি মারে। এরপর স্থানীয়রা ছুটে আসে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি এ ব্যাপারে নলছিটি থানায় মৌখিক অভিযোগ করেছি এবং লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছি।’
এদিকে এমএমসি ফার্মার নলছিটি উপজেলা প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল বলেন, তার কাছে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে প্রথমে আমাকে আঘাত করে। এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে তার নাকে আঘাত লাগে এখানে আমার কোনো দোষ নেই। আমারও হাতের তালুতে জখম হয়েছে। তিনি আইনের আশ্রয় নিলে আমিও আইনের আশ্রয় নিতে পারি। নলছিটিতে এর আগেও বেশ কয়েকবার ওষুধ ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধির সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)