ছাত্র রাজনীতিতে তরুণদের উৎসাহিত করতে ইয়ুথ ক্যাম্প
ছাত্র রাজনীতিতে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে দুইদিনব্যাপী ইয়ুথ ক্যাম্প। সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রথম দিনে ১৫০ জন নিয়মিত ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করেন।
এ ক্যাম্পের মাধ্যমে বরগুনা সরকারি কলেজের সাবেক তিন ভিপিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়াও ভিডিও বার্তা প্রতিযোগিতা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, গনতন্ত্র ও নির্বাচন বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে।
মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনার সভাপতি প্রবীণ সাংবাদিক চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিপ অব পার্টি ডানা ওল্ডস, সরকারি কলেজের সাবেক তিন ভিপি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার টুকু, সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক মো. বেলাল হোসেন সহ জাগো নারীর ডিউক ইভনে আমিন, অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন৷
ইয়ুথ ক্যাম্পে ছাত্র রাজনীতিতে তরুনদের উৎসাহিত করতে গনতান্ত্রিক দলগুলোর মধ্যে অভ্যন্তরিন গনতন্ত্র চর্চার উপর জোর দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, ভবিষ্যতে সুস্থ ও সহনশীল রাজনৈতিক চর্চার করলে তরুন ও মেধাবী ছাত্রছাত্রীদের অংশগ্রহন বাড়বে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল প্রতিনিধি দিপু হাফিজুর রহমান ক্যাম্পের আয়োজন নিয়ে বলেন, বরগুনায় মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম বিভিন্ন সামাজিক পরিবর্তন ও নেতৃত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দুই দিনব্যাপী ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আশাবাদী এখানে অংশগ্রহণের ফলে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যৎ সুস্থ রাজনীতিতে তাদের অংশগ্রহন বাড়বে।
এএজেড