'অপরাধ ধামাচাপায় ঘরে আগুন দেয় চাকরিচ্যুত বিজিবি সদস্য'
বরখাস্ত পুলিশ সদস্য কাওছারকে গাঁজা সহ আটকের পর তার বড় ভাই ফেরদৌস বাবু ঘরে আগুন ধরিয়ে অতিরঞ্জিত ভাবে জনসাধারণের দৃষ্টি আকর্ষণে বাহানা করে বিষটি উপস্থাপন করেছেন বলে মন্তব্য করেছে বরগুনা জেলা পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুস সালাম এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, 'ফেসবুক লাইভে এসে নিজ ঘরে আগুন ধরিয়ে দেয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সীমান্ত বাবু নামের একটি ফেসবুক একাউন্ড থেকে লাইভটি করা হয়।'
'খোঁজ খবর নিয়ে জেলা পুলিশ জেনেছে সীমান্ত বাবু নামের ফেসবুক একাউন্ট ব্যবহারকারীর নাম মূলত ফেরদৌস বাবু। তার ছোট ভাই কাওছার অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলা পুলিশ থেকে বরখাস্ত হয়েছেন।
গত ১১ ফেব্রুয়ারি গোপন সংবাদে অভিযান চালিয়ে সদর বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকার নিজ বাড়ি থেকে কাওছারকে ২ কেজি গাঁজাসহ আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।'
পুলিশ সুপার বলেন, 'কাওছারের বড় ভাই চাকরিচ্যুত সাবেক বিজিবি সদস্য ফেরদৌস বাবু এ ঘটনা ধামাচাপা দিতে এবং জনগণের সহানুভুতি পেতে পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে ফেসবুকে লাইভে এসে নিজ ঘরে আগুন দেওয়ার নাটক করেছিল।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই লাইভ ভিডিওটি অপসারণের জন্য ফেরদৌস বাবুসহ অন্য সবাইকে অনুরোধ করেছেন পুলিশ সুপার।
তিনি বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওটি অপসারণ না করা হলে রাষ্ট্রীয় একটি বাহীনির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ও অপরাধীর পক্ষে সমর্থন জোগানোর অভিযোগে আমরা সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।'
এএজেড