কীর্তনখোলায় ভারতের প্রমোদতরী 'গঙ্গা বিলাস'
২৮ জন পর্যটক নিয়ে ভারতের প্রমোদতরী 'গঙ্গা বিলাস' কীর্তনখোলায় নোঙর করেছে। বরিশালের দর্শনীয় স্থান গুলোর মধ্যে অক্সফোর্ড মিশন চার্চ এবং ভিমরুলির ভাসমান পেয়ারা বাগান পরিদর্শন করার পাশাপাশি বরিশাল নগরী ঘুরে দেখার কথা রয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বরিশাল নগরীর কীর্তনখোলার পারে মুক্তিযোদ্ধাপার্ক নৌবাহিনীর জেটিতে জাহাজটি নোঙর করেছে। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।
তিনি জানান, পর্যটকবাহী জাহাজ গঙ্গা বিলাস ২৮ জন পর্যটক নিয়ে কীর্তনখোলা নদীতে নোঙর করেছে। রাতে এখানেই থাকবে। এর মধ্যে ২৭ জন সুইজারল্যান্ডের বাসিন্দা, একজন জার্মানির বাসিন্দা রয়েছে। এছাড়াও জাহাজের ক্রু ৪১ জন রয়েছেন; তারা সকলেই ভারতীয় নাগরিক। এটি আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল ভ্রমণ শেষে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন নৌপুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন। পর্যটকদের ভাষ্য, বাংলাদেশ তাদের চমৎকৃত করেছে। এই ভ্রমণের অনুভূতি দারুণ এবং সময় ও মূহুর্ত গুলো তারা উপভোগ করছেন। চারপাশ সবুজে ঘেরা। নদী ও নদীর জল বেশ পরিষ্কার। এ দেশটি খুবই পছন্দ হয়েছে তাদের। যা প্রত্যাশারও বেশি। তবে আগামী ১০ দিনে এই সুন্দর দেশের আরও বিভিন্ন স্থান পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তারা।
গত শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর জেটিতে নোঙর জাহাজটি। এসময় মোংলায় তাদের বরণ করে নেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। পরের দিন জাহাজটি সেখান থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে।
এই যাত্রায় ১৭ ফেব্রুয়ারি চিলমারী বন্দর দিয়ে ভারতের ধুব্রীতে প্রবেশ করে আগামী সোমবার (১ মে) যাত্রার সমাপ্তি হবে। জাহাজটির দৈর্ঘ্য ৬২ মিটার, আর ১২ মিটার প্রস্থ। রয়েছে অত্যাধুনিক সব ধরনের ব্যবস্থা। যেখানে ৮০ জন পর্যটক ভ্রমণ করতে পারে।
এএজেড