'ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্ঘ গড়ে তুলতে হবে'
ভোলার উত্তরের অন্যতম জ্ঞানের বাতিঘর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এমপি। শনিবার (৪ জানুয়ারী) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় দিনব্যাপী অনুষ্ঠান। উত্তর ভোলার ঐতিহ্য বাহী রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দিনব্যাপী প্রাক্তন ছাত্রী পুনর্মিলনীতে আজ ছিলো উৎসবমুখর ক্যাম্পাস। ভোলাসহ দেশের নানা প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা এসে জড়ো হন শিক্ষার এ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহাম্মেদ।বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য তোফায়েল আহাম্মেদ বলেন, সরকার পদ্মাসেতু ও মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্পের কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্ঘ গড়ে তুলতে হবে। ভোলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, জেলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্প কল কারখানা গড়ে তোলা হবে। ভোলা-বরিশাল ব্রিজ হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন।
তোফায়েল আহমেদ পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় পথসভা শেষে বক্তব্য রাখেন। এদিনে আলোচনা সভার পাশাপাশি প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচির সাথে রয়েছে ফানুস উড়ানো এবং আতশবাজির ঝলকানি। নাচে গানে মুখরিত হয়ে ওঠেছে স্কুল প্রাঙ্গণ।
এএজেড