পটুয়াখালীতে ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ

পটুয়াখালীর দুমকি উপজেলায় ৫ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করে পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে লেবুখালী পায়রা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ট্রাকের ৬টি ড্রাম থেকে প্রায় ৫ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। অভিযানে সহায়তা করে উপজেলা মৎস্য দপ্তর। জব্দকৃত রেণুর বাজারমূল্য ১৭ লাখ টাকা। পরে এসব রেণু পোনা পাতাবুনিয়া ফেরিঘাটের এলাকায় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেণু পাচার করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়েছে। পরে এসব রেণু পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
এসজি
