বরগুনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই
বরগুনায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে পৌর শহরের পিটিআই সড়কের ক্রোক এলাকায় মো. বাবুল হাওলাদারের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো ধারণা করা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজের কিছুক্ষণ পর প্রতিবেশীদের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন দেখেন। পরে সবাই মিলে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ঘর মালিক বাবুল হাওলাদার বলেন, আমরা কেউই ঘটনার সময় বাড়িতে ছিলাম না। তাই আগুন থেকে ঘরে থাকা কোনো কিছুই রক্ষা করতে পারেনি। আসবাবপত্রসহ চাল, ডাল সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতিবেশী ও স্থানীয় সাংবাদিক শাহ আলী বলেন, ‘সকালে ডাক-চিৎকার শুনে ছুটে যাই এবং ফায়ার সার্ভিসে খবর দেই। কিন্তু তাদের আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন স্থানীয়রা।’
এসআইএইচ