কুয়াকাটা পৌর মেয়রের আওয়ামী লীগে যোগদান
পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি (এরশাদ) থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১নং সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হাতে ফুলের তোড়া দিয়ে মেয়র আনোয়ার হাওলাদার আওয়ামী লীগে যোগদান করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতার সংসদ ভবনের সরকারী বাসভবনে যোগদানকালে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়র আনোয়ার হাওলাদারের সঙ্গে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহ্ব কাজী আলমগীর হোসেন।
তিনি জানান, সকালে আমার নেতা আবুল হাসনাত আবদুল্লাহ আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমি তাকে স্বাগত জানিয়েছি। স্থানীয় ভাবে জানা গেছে, এর আগে আনোয়ার হাওলাদার পটুয়াখালী জেলার মহিপুর থানা জাতীয় পার্টির সভাপতি পদে থেকে একাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনিত সংসদ সদস্য প্রার্থী হয়েও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে নির্বাচনে মাঠে কাজ করেন।
এরপর ওই আসনের সরকার দলীয় এমপি আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করলেও দলের প্রাথমিক সদস্য পদ লাভে ব্যর্থ হন। পরে ২০২০ সালের ২৮ ডিসেম্বর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হওলাদার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নৌকার প্রার্থী কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার সঙ্গে। সেই নির্বাচনে আঃ বারেক মোল্লাকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আনোয়ার হাওলাদার।
এরপর থেকেই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার সাথে নির্বাচিনী বিরোধ ক্রমে রাজনৈতিক বিরোধে রূপ নিতে থাকে। ফলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে অংশ নিতে না পেরে গত দুই বছর ধরে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাঁর দলে যোগ দিয়ে কুয়াকাটাবাসীর উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।
এদিকে আনোয়ার হাওলাদারের আওয়ামী লীগে যোগদানের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রানচাঞ্জল্যতা ফিরে এসেছে বলে মনে করেন অনেকে। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে বর্তমান কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আসীন হয়ে আঃ বারেক মোল্লা দলকে পারিবারিক বলয়ে তৈরি করে একক আধিপাত্ত চালিয়ে যাচ্ছিলেন। এখন নতুন করে দুই মেরুর দুই নেতার সমন্নয় করে দলকে পরিচালিত করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে সুবিধা হবে বলেও মনে করেন দলীয় নেতাকর্মীরা।
এএজেড