স্বামী-শ্বশুরের বিরুদ্ধে সন্তান চুরির অভিযোগ
যৌতুক না দেওয়ায় স্ত্রীকে মারধর করে শিশু সন্তান চুরি করে পালানোর অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী এম মুজিবুল হক কিসলু।
গত ২৩ জানুয়ারি রাতে বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়ীয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরদিন (২৪ জানুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হলে ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
আসামিরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার টামটা গ্রামের খোরশেদ আলমের ছেলে রাসেল হোসেন ও তার বাবা খোরশেদ আলম।
মামলায় উল্লেখ করা হয়, বাদী নুসরত জাহানের সঙ্গে ২০১৮ সালে রাসেল হোসেনের বিয়ে হয় এবং তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। তবে বিয়ের পরপরই রাসেল ও তার বাবা খোরশেদ ব্যবসা করার জন্য নুসরতের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। সবশেষ ২৩ জানুয়ারি আসামিরা বাদীর কাছে পুনরায় টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে রাসেল উত্তেজিত হয়ে নুসরতকে কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর আহত করে।
নুসরত বলেন, যৌতুক চেয়ে সোমবার রাসেল আমাকে মারধর করে। পরে আবার বিষয়টির মিমাংসাও হয়। মঙ্গলবার সকালে আমি তাদের জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত থাকার ফাঁকে রাসেল ও আমার শ্বশুর আমার শিশু সন্তান রাবেয়াকে চুরি করে পালিয়ে যায়। ফোন করে আমার সন্তানকে ফেরত চাইলেও তারা ফেরত দেননি। থানায় যোগাযোগ করে কোনো সহায়তা না পেয়ে আদালতে এসেছি।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও আসামি পরিবারের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরগুনা থানার ওসি আলী আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ থানায় মামলা করতে আসলে নিশ্চয়ই মামলা নিতাম।
এসআইএইচ