প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনায় নির্বাচনই স্থগিত
প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন স্থগিত করেছে জেলা প্রশাসন। বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৩ উপলক্ষে দেওয়া ভোটার তালিকা অস্বচ্ছ মর্মে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং ০৫.১০.০৪০০, ১১২, ২৬.০০২, ১৯-০২ নম্বর স্মারকের তফসিলে ঘোষিত বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।
এর আগে গত ১৭ জানুয়ারি বরগুনা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সচেতন সাংস্কৃতিক কর্মী ব্যানারে এ নির্বাচন স্থগিতের আহবান জানানো সহ বরগুনা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মো. মনিরুজ্জামান মুনিরের অপসারণ ও নতুন ভোটার করার দাবিতে সাংস্কৃতিক কর্মীদের একাংশ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। আগামী ৩১ জানুয়ারি এ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।
এএজেড