আমি এখনো বরগুনার এমপি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমি এখনো বরগুনার এমপি। পদ্মা সেতু খুলে দেওয়ার পর অবহেলিত বরগুনার অনেক উন্নয়ন হয়েছে। ওখানকার সব উন্নয়ন আমি দেখবো'। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-৩ আসনে (আমতলী- তালতলী) নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, '২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে পায়রা নদী পার হয়ে আমতলী- তালতলী জনপথে ঘুরেছি। অনেক মানুষের সঙ্গে আমর দেখা হয়েছে। ওই জনপথের মানুষের ভালোবাসায় এমপি হয়েছি। ওখানের সব কিছুই আমি দেখবো।'
বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তৃতীয় পর্যায়ে ৪ বিভাগের ১৩ জেলার ৪৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এসএম আখতারুজ্জামান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. দেবব্রত পাল, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার আব্দুস ছালাম, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ফজলুল হক, আমতলী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান, পৌর মেয়র মতিয়ার রহমান ও সুফলভোগী মৌলভি আব্দুল মান্নান।
উল্লেখ্য, বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হয়েছে এবং গত বছরের ৭ জুন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম শুরু হয়। গত ছয় মাসে উপজেলার এক হাজার ৫৭০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
এএজেড