পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্য আটক

বরগুনায় সংঘবদ্ধ পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের মধ্যে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও একজন অসুস্থ থাকায় তাকে মুচলেকা নিয়ে প্রথমবারের মতো সাধারণ ক্ষমা করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চাকমা এ তথ্য জানান।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। তারা হলেন- ঝালকাঠির নলছিটি ইউনিয়নের হদুয়া গ্রামের মিরাজ মোল্লা, পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের জাকির হোসেন, বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের তারিকুল ইসলাম ও বরগুনা পৌর শহেরর বালিকা বিদ্যালয় সড়কের বিজন কুমার ঘোষ।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান মিলন বলেন, আটককৃত ৪ জনের বিরুদ্ধে সাধারণ মানুষকে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে হয়রানিসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চাকমা বলেন, পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্যের ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড এবং একজন অসুস্থ থাকায় তাকে মুচলেকা নিয়ে প্রথমবারের মতো সাধারণ ক্ষমা করা হয়েছে। আশা করি তারা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে।
এসজি
