সুন্দরবনে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

ট্রলার নিয়ে সুন্দরবন এলাকায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে ইউসুফ বেপারি নামের এক ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন ১০ জানুয়ারি মো. বাইজিদ বেপারীর মরদেহ উদ্ধার করেন স্বজনরা। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই এবং বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বলেশ্বর নদীতে মাছ শিকারের উদ্দেশে একটি ট্রলার নিয়ে রওনা দেয় তারা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বাইজিদ তার মা পারভীনকে ফোন করে জানায় পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় তাদের ট্রলারটি ডুবে গেছে এবং দুই ভাই ককশিট নিয়ে ভেসে আছে। এরপর থেকে তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার ডুবে যাওয়া ট্রলার, জাল, দড়ি ও ককশিট উদ্ধার হলেও দুই ভাই নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, নিখোঁজের ৬ দিন পর মঙ্গলবার (১০ জানুয়ারি) সুন্দরবন সংলগ্ন পক্ষিদিয়ায় মাছ শিকারে যাওয়া জেলেদের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা ওই এলাকায় গিয়ে ভাসমান অবস্থায় বাইজিদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ঘটনার ৭ দিন পর আজ সকালে বাড়ির কাছাকাছি বলেশ্বর নদীতে আরেক ভাই ইউসুফেরও ভাসমান অর্ধগলিত মরদেহ পায় স্বজনরা। তাদের মরদেহ বাড়িতে এনে আজ দুপুরে দাফন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, জেলে পরিবারের ওই দুই ভাইয়ের নিখোঁজের পর থেকেই পরিবারের সঙ্গে পাথরঘাটা থানা পুলিশ যোগাযোগ রক্ষা করে আসছে। তবে এ বিষয়ে তাদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এসজি
