বেতাগী-বরিশাল বাস সার্ভিস শুরু, উপকূলে আনন্দের বন্যা

দীর্ঘদিনের মানুষের প্রত্যাশার ফসল হিসেবে অবশেষে চালু হয়েছে বেতাগী-বরিশাল সরাসরি বাস সার্ভিস। উপকৃত হচ্ছে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীর দেড় লক্ষাধিক মানুষ। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ফিরেছে স্বস্তি, বইছে আনন্দের বন্যা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে জানা যায়, বেতাগী থেকে প্রতিদিন ১০টি বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বরিশাল থেকেও ১০টি বাস বেতাগীতে ফিরে আসে।
বরিশাল থেকে আসা যাত্রী নজরুল ইসলাম বলেন, বরিশাল থেকে এই প্রথম বেতাগীতে সরাসরি আসতে পেরেছি। আমি দারুণ খুশি। এর মাধ্যমে বছরের পর বছর আমাদের যে সীমাহীন দূর্ভোগ ও কষ্ট ছিল তা অবসান হল।
সংশ্লিষ্টরা জানান, গত রবিবার বেতাগী বাস স্ট্যান্ডে পৌর মেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু চালু হওযার পরও বরিশালের সাথে বেতাগীর সরাসরি বাস সার্ভিস চালু না হওয়ায় এ জনপদের বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিলো। এখনকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল বরিশালের সঙ্গে যেন বেতাগী ও পাশ্ববর্তী এলাকার সঙ্গে সরাসরি বাস সার্ভিস চালু হয়।
অবশেষে তা চালু হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা ও স্বস্তি ফিরেছে এবং সুফল হিসেবে এখানকার যাত্রীদের আগের মতো আর গাড়ি পরিবর্তন করতে হচ্ছে না। এছাড়াও কম সময়ে, কম খরচে গন্তব্যেও পৌঁছাতে পারছেন তারা।
এএজেড
