স্বাস্থ্য বিষয়ক চিত্রগল্পে বিজয়ী ঢাকাপ্রকাশের অপু
বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক চিত্রগল্প প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ঢাকাপ্রকাশের বরগুনা প্রতিনিধি মহিউদ্দিন অপু। রবিবার (১ জানুয়ারি) ভার্চুয়ালি বিজয়ীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডাইরেক্টর শেখ মাসুদুল আলম।
এবারের চিত্রগল্প প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট পাঁচজন সাফল্য অর্জন করেন। তারা প্রত্যেকেই বিভিন্ন জেলার স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য। বিজয়ীদের মধ্যে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক ও সাংবাদিক মহিউদ্দিন অপু ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র পাবেন।
এ সময় কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আখতার, প্রোগ্রাম ম্যানেজার মুরশেদ আলম, কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) রিয়াজ উদ্দিন খান, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন) বুশরা মাহজাবিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চিত্রগল্প প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল- হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনার হালচাল বা অবস্থা, তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবার চিত্র (কমিউনিটি ক্লিনিক), স্বাস্থ্য সেবার পটভূমিতে নারী ও শিশু, কিশোর ও কিশোরীর স্বাস্থ্য সেবা, মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবা ও সেবাপ্রদানকারী ও সেবাগ্রহীতার সম্পর্ক।
চিত্রগল্প জমা দেয়ার শেষ তারিখ ছিল গতবছরের ১০ ডিসেম্বর। প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৭টি, মানিকগঞ্জ থেকে ৮টি, বরগুনা থেকে ৬টি ও খাগড়াছড়ি থেকে ৩টি সহ মোট ৪৪টি চিত্রগল্প জমা পড়ে।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন- ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমিউনিকেশন) আসিফ ফয়সাল, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী ও প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন) নওশীন মৌলী।
উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচ দেশের ৮টি বিভাগের ৮টি জেলা ও একটি করে উপজেলায় স্বাস্থ্য বিষয়ে কাজ করছে। জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মাধ্যমে হেলথ ওয়াচ তাদের কর্মসূচি বাস্তবায়ন করছে।
উন্নয়ন সংস্থা জাগো নারীর মাধ্যমে বাংলাদেশ হেলথ ওয়াচ বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এবং ইউনিয়ন স্বাস্থ্য অধিকার যুব ফোরাম পরিচালনা করছে।
চিত্রগল্প প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ীর মধ্যে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক সাংবাদিক মহিউদ্দিন অপুর চিত্র গল্প তৃতীয় স্থান লাভ করায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টুসহ উন্নয়ন সংস্থা জাগোনারী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এএজেড