মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবলীগ নেতার মৃত্যু
বরগুনায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আহত বরগুনা যুবলীগের প্রচার সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিসুজ্জামান তুহিন মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাসহ বরগুনাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বরগুনা গণপূর্ত কার্যালয় থেকে বের হওয়ার সময় উত্তর দিক থেকে আসা জেলা যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুর ছেলে সৌহার্দর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুহিনের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে হাত-পা ও মাথায় মারাত্মকভাবে আঘাত পান। এসময় সৌহার্দও আহত হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
স্থানীয় পৌর কাউন্সিলর আল আমিন তালুকদার ঢাকাপ্রকাশ-কে বলেন, যুবলীগের সহ-সভাপতির ছেলে সৌহার্দর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে তুহিন তার মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে। আমরা তার মরদেহ নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরিবারের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নিলে জানানো হবে।
বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সে বেপরোয়াভাবে যারা মোটরসাইকেল চালায় তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন কার্যক্রম কঠোরভাবে পরিচালিত হচ্ছে। তারপরও জেলা প্রশাসকের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এসজি