সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার লোকালয় থেকে সুন্দরবনের একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তাফালবাড়িয়া গ্রামের জমাদ্দার বাড়ি সংলগ্ন সড়কে ওই হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। পরে গ্রাম পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনকর্মীরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে।
রেঞ্জ কর্মকর্তা বলেন, হরিণটি সুন্দরবন পূর্ব বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে হরিণটি কোন পাচারকারী চক্রের কবল থেকে পালিয়ে এসেছে।
এএজেড
