পাচারকালে সরকারি কৃষি যন্ত্র জব্দ

বরগুনার পাথরঘাটায় ট্রাকে করে পাচারকালে ৮টি ধান চাষের সিডার ও ৬টি পাওয়ার টিলার জব্দসহ সোবহান নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। পরে কৃষি যন্ত্রসহ আটক সোবহানকে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
জব্দ করা যন্ত্রগুলো কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ভর্তুকি দিয়ে বিতরণের জন্য বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ১৫ ডিসেম্বর রাতে সাড়ে ৯টার দিকে পাথরঘাটা-ঢাকা সড়কের কাঁঠালতলী ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এগুলো জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, যান্ত্রিক কৃষি পদ্ধতি চালুর লক্ষ্যে সরকার ১ লাখ ৪০ হাজার টাকা ভর্তুকি দিয়ে কৃষকের কাছ থেকে ১ লাখ ৮ হাজার টাকার বিনিময়ে পাথরঘাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ১১৪টি পাওয়ার টিলার ও সিডার মেশিন বিতরণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল ও তার অফিসের লোকজন এর সঙ্গে জড়িত। অফিসের লোকজন ম্যানেজ করেই প্রভাবশালী লোকজন সরকারের ভর্তুকি দেওয়া মালামাল কিনে তা মোটা অঙ্কে বিক্রির জন্য পাচার করছেন।
এ বিষয়ে অভিযুক্ত সোবহান বলেন, আমি কিছু জানি না। আমার ভাই সাত্তার এগুলো এলাকা থেকে কিনে বিক্রি ও ভাড়া দেওয়ার জন্য অন্য এলাকায় পাঠাচ্ছিলেন। তবে এর বৈধতা আছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে তার ভাই অভিযুক্ত সাত্তারের সঙ্গে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
পাথরঘাটা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, ভর্তুকি দিয়ে বিতরণ করা কৃষির যান্ত্রিক মেশিন দুই বছরের আগে বিক্রির অনুমোদন নেই। এ ছাড়া কেউ নিয়ে ভাড়ায় খাটালেও উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন নিতে হবে।
জব্দ হওয়া মালামালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
এসজি
