ফেরি ঘাটে পারের অপেক্ষায় শতাধিক পন্যবাহী গাড়ি

বেদুরিয়া ফেরিঘাটে দেখা দিয়েছে পন্যবাহী গাড়ি অপেক্ষার দির্ঘসারি। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেদুরিয়া ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত সড়কে পণ্যবাহী ট্রাক অপেক্ষা করতে দেখা গেছে। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম ঢাকা প্রকাশকে জানান এখানে ফেরির কোন সংকট নেই, লাহারহাট ঘাটে গাড়ির চাপ কম থাকায় ফেরি আসতে একটু সময় লাগছে। আর তার জন্য বেদুরিয়া ঘাট গাড়ির অপেক্ষার দির্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এখন ভোলায় কৃষি পন্যের সিজন চলছে তাই পন্যবাহী গাড়ির সংখ্যা বেশি। তবে আশা করছি আজ রাতেই অপেক্ষাকৃত গাড়িগুলো ফেরি পার হবে।
ঘাটে অপেক্ষমাণ পন্যবাহি ট্রাকচালক কাশেম বলেন কুষ্টিয়া যাবো ধান নিয়ে আমি গতকাল বিকালে ৫ টায় এঘাটে এসেছি এখনো পার হতে পারিনি। কালামুল্লাহ বলেন আমার গাড়িতে ধান লোড করেছি গতকাল সন্দা অনুমান ৭ টায় এসেছি, আমার মত সকল গাড়ি গতকাল দিনে এবং রাতে এসেছেন পারহতে পারেনি, আজও পার হতে পারবো কিনা সন্দেহ আছে।
স্বপন বলেন আমার সিরিয়াল ৩৮, আমি লালমোহন থেকে ধান লোড করে গতকাল এ ঘাটে এসেছি ঈশ্বরদি যাবো। সেলটেক সিরামিক নিয়ে আসা ঠাকুরগাঁও গামী চালক জুয়েল বলেন আমি গতকাল দুপুরে এসেছি এখনো আছি আজ পার হবার সম্ভাবনা আছে। এদিকে চালকরা বলেন ওপারে গাড়ি কম বলে ফেরি আসতে সময় লাগে, ওপারে পর্যাপ্ত গাড়ি থাকলে আমাদের অপেক্ষা করতে হতোনা।
এএজেড
