নবজাতকের নাম রাখা হলো নেইমার

বরগুনার পার্শ্ববর্তী পটুয়াখালীর কলাপাড়ায় ব্রাজিলের খেলা চলাকালীন সময়ে এক নবজাতক শিশুর জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছে নেইমার। সোমবার দিবাগত রাতে স্থানীয় কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ওই শিশুর জন্ম হয়।
ক্লিনিক ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের রাজিব মাতুব্বরের স্ত্রী ফাতেমা বেগমের প্রসব বেদনা উঠলে কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারে নিয়ে আসা হয়। রাতে ওই ক্লিনিকের চিকিৎসক লেলিন তার অস্ত্রোপচার করলে শিশুটির জন্ম হয়। বর্তমানে ওই শিশুর মা এবং শিশুটি ওই ক্লিনিকে ভর্তি রয়েছে।
ওই ক্লিনিকের সেবিকা আলো বেগম জানান, অস্ত্রোপচার শেষে ডাক্তার লেলিনই প্রথম উচ্ছসিত হয়ে শিশুটিকে নেইমার বলে ডাকেন এবং ফেসবুকে শিশুটির ছবি শেয়ার করেন। অনেকেই তাতে কমেন্ট করে বাচ্চাটিকে ব্রাজিলের জার্সি উপহার দেয়ার কথা জানান।
শিশুটির চাচি অন্তরা বেগম বলেন, সিজারের সময় ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলা চলছিল এবং ব্রাজিলের ৪টি গোলে খুশি হয়ে তখন সবাই শিশুটিকে আদর করে নেইমার নামে ডাকা শুরু করেন।
নবজাতকের বাবা রাজিব মাতুব্বর বলেন, আমরা সবাই খুশী। প্রাথমিকভাবে ডাক্তার ও আমরা সবাই মিলে আমার ছেলের নাম নেইমার রেখেছি।
এবিষয়ে চিকিৎসক লেলিন বলেন, আমরা ক্লিনিকের সবাই একসঙ্গে ব্রাজিলের জার্সি পরে খেলা উপভোগ করছিলাম। ৪ গোল হওয়ায় খেলাটি বেশ জমে উঠছিলো। এসময় ওই রোগীর অবস্থা খারাপ দেখে তার সিজার করি।
তিনি আরও বলেন, সব থেকে মজার বিষয় হচ্ছে নবজাতকটি হাতের উপর নেয়ার পর সে আমার হাতের কাচি ধরে ফেলে এবং তা অনেকক্ষণ ধরে রাখে। আমার সঙ্গে থাকা সবাই এতে করে অনেকটা আনন্দিত হয়। এসময় শিশুটির নাম আমি নেইমার রেখে দেই। পরে স্বজনরা বিষয়টি শুনে ক্লিনিকে বসেই শিশুটির নাম রাখেন নেইমার।
এএজেড
