বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

বরগুনায় মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে জেলার বেতাগী সড়কের খানেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বেতাগীর কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৩), বড় মোকামিয়া এলাকার মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৪) এবং মোকামিয়া বাজারের মো. আল-আমিনের ছেলে মো. সিয়াম(১৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেতাগীর মোকামিয়া দরবার শরীফের মাহফিলে যায় ওই কিশোররা। রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তারা খানের হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ওই তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআইএইচ
