পর্যটকশূন্য কুয়াকাটা

বরিশাল জেলা বাস মালিক সমিতির দুই দিনের ধর্মঘটের ঘোষণায় পর্যটকশূন্য হয়ে পড়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। আগামীকাল ৪ নভেম্বর ও ৫ নভেম্বর এই পরিবহন ধর্মঘট চলবে।
এদিকে আগামী ৫ নভেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই সমাবেশের কারণে ধর্মঘট ঘোষণায় কুয়াকাটা পর্যটকশূন্য বলে জানিয়েছেন হোটেল-মোটেল অ্যাসোসিয়েশন ব্যবসায়ীরা।
ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক কেএম বাচ্চু বলেন, পরিবহন ধর্মঘটের কারণে প্রায় ৬০ শতাংশ পর্যটক কমেছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়বেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটক এবং ব্যবসায়ীদের দিক বিবেচনা করে দ্রুতই ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি ব্যবসায়ীদের পক্ষ থেকে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমাদের অনেক বুকিং ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। সপ্তাহের মধ্যে শুক্রবার ও শনিবার বেশি বুকিং থাকে। আর এই দুই দিন ধর্মঘটের কারণে আমাদের হোটেলগুলো অনেক বড় ক্ষতির মুখে পড়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় ১৫-২০ হাজার পর্যটক দূর-দূরান্ত থেকে এসে থাকেন। এই পরিবহন ধর্মঘটের কারণে সেখানে পর্যটক ২-৩ হাজার হবে না। ইতোমধ্যে যারা বুকিং দিয়েছেন তারাও বুকিং ফিরিয়ে নিচ্ছেন ধর্মঘটের কারণে।
এসজি
