পটুয়াখালীতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর

পটুয়াখালী জেলা বিএনপি অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অফিসের মধ্যে থাকা চেয়ারসহ অনান্য সামগ্রী রাস্তায় বের করে ভেঙে ফেলা হয়। বুধবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ফেসবুক লাইভে হামলার দৃশ্য তুলে ধরেছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশ বানচাল করতেই পরিকল্পিতভাবে জেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসে থাকা ব্যনার এবং ফেস্টুন ছিড়ে ফেলা হয়। এর আগে শহরের স্বনির্ভর সড়কে জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক কর্যালয়েও হামলা চালানো হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ প্রসঙ্গে জানতে পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
হামলার পরপরই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
এসআইএইচ
