মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

পটুয়াখালীর মির্জাগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা ও সাধারণ সম্পাদক প্রত্যাশী সাগর হাওলাদারের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের সামনে বসে সালাম না দেওয়ার জেরে কথা কাটাকাটিতে জড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধার ছোট ভাই ইমাম মৃধা ও পথ প্রত্যাশী সাগর হাওলাদারের ভাইয়ের ছেলে মিনহাজুল ইসলাম রিফাতের। একপর্যায়ে তারা তাদের গ্রুপের বড়দের ফোন দিয়ে ডেকে আনলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা, প্রত্যাশী সাগর হাওলাদার, মিনহাজুল ইসলাম রিফাত, রাব্বি হাওলাদার আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাগর, রিফাত ও রাব্বির অবস্থা গুরুতর হলে তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত রাকিব মৃধা মুঠোফোনে বলেন, সালাম দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে।
পদ প্রত্যাশী আহত সাগর হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংষর্ষের ঘটনা ঘটেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
