বাসের পর বরিশালে এবার থ্রি-হুইলার ধর্মঘটের ডাক

থ্রি-হুইলার চালকদের নির্যাতন বন্ধসহ ৫ দফা দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে আলফা, সিএনজি-ইজিবাইক শ্রমিক ও মালিক সমিতি।
এর আগে গত ২৬ অক্টোবর বরিশালে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ।
সোমবার (৩১ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন জেলা আলফা, সিএনজি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস।
তিনি বলেন, বাস মালিক ও শ্রমিক কর্তৃক থ্রি-হুইলার চালকদের নির্যাতন বন্ধ, সব জায়গায় নির্বিঘ্নে থ্রি-হুইলার চলাচল করতে দেওয়া, সহজ শর্তে থ্রি-হুইলার চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবি আদায়ে আগামী ৪ ও ৫ নভেম্বর সব ধরনের থ্রি-হুইলার চলাচলে ধর্মঘট ডাকা হয়েছে। শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এদিকে বিএনপির নেতারা বলছেন, আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। তাই এ মহাসমাবেশ বানচাল করতে ষড়যন্ত্র করা হচ্ছে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ঢাকাপ্রকাশ-কে বলেন, সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতারা নানা তালবাহানা শুরু করেছে। অন্যান্য বিভাগের মতো বরিশালেও মহাসমাবেশের আগে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী ৫ অক্টোবর সব বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু উদ্যানের গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার হবে।
এসজি
