বরগুনায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালীতে হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) বিকালে আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসার অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নির্দেশে এ হামলা হয়েছে। মতিউর তার আধিপত্য দেখাতে তার অনুসারী বাদল খানের মাধ্যমে এ হামলা চালান। এতে আমার ৪০ নেতা-কর্মী আহত হয়েছেন।
অন্যদিকে আহত সাংবাদিকরা জানান, আওয়ামী লীগের দুই পক্ষের মারামারির ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এসময় মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ এসে সাংবাদিকদের রক্ষা করে।
এ বিষয়ে জানতে বাদল খান ও মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাদের পাওয়া যায়নি।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজি
