ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, জেলেদের মুখে হাসি

মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে উপকূলীয় নদ-নদী ও সাগর মোহনায় মাছ শিকারে নেমেছেন জেলেরা। জেলেদের জালে ইতোমধ্যে ধরা পড়তে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ধরা পড়া ইলিশ বিক্রির উদ্দেশ্যে স্থানীয় বাজারগুলোতে আসতেও শুরু করছেন জেলেরা।
শনিবার (২৯ অক্টোবর) জেলার বিভিন্ন মাছের বাজারে আড়তদার ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার উপর সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উৎসবমুখর পরিবেশে নদী ও সাগর মোহনায় জাল ফেলেছেন অনেক জেলে। তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশও ধরা পড়ছে বলে জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা।
স্থানীয় জেলে, আড়তদার ও বিক্রেতারা জানান, নিষেধাজ্ঞার পর আজ প্রথম দিনের মতো জেলেরা নদীতে মাছ ধরতে নামে। প্রত্যাশা অনুযায়ী প্রথম দিনেই জেলেরা মাছ ধরতে পারছেন। শনিবার দুপুরের পর থেকে জেলেরা নদী থেকে বাজারে মাছ আনতে শুরু করেন এবং বাজারে ভালো দামও মিলছে। সব মিলিয়ে হাসি ফিরেছে জেলেদের মুখে।
জেলে আমিরুল ইসলাম জানান, ইলিশ ছাড়াও স্থানীয় বিষখালী নদীতে বড় সাইজের কোরাল, বোয়াল, পাঙাশ, বাঘাইড়সহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে জালে।
ক্রেতা মো. সোহাগ মিয়া বলেন, ২২ দিন পর বাজারে ইলিশ বিক্রি শুরু হয়েছে। তবে দাম চড়া।
আড়তদার কালাম বলেন, চাহিদার তুলনায় বাজারে ইলিশসহ সব ধরনের মাছেরই সরবরাহ কম। তাই ইলিশের দাম আগের থেকে একটু বেশি। দুই-একদিন গেলে মাছের সরবরাহ বাড়লে দাম কমবে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, প্রজনন মৌসুমে জেলেরা সরকারের নিষেধাজ্ঞা মেনে চলেছে। তাই স্থানীয় নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। তাই স্থানীয় নদীতে জেলেদের জালে বড় সাইজের ইলিশ মাছ প্রচুর ধরা পড়ছে।
এসজি
