দক্ষিণে নেমেছে শীত

প্রকৃতিতে হেমন্তকাল চললেও দক্ষিণে নেমেছে শীত। বাংলা বর্ষপুঞ্জিতে কয়েক দিন আগেই শুরু হয়েছে কার্তিক মাস। শীত আসতে এখনো প্রায় দুই মাস বাকি। কিন্তু কুয়াশা ও হিমেল বাতাস উপকূলীয় জেলা বরগুনায় এখনই জানান দিচ্ছে শীতের।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনায় ভারী বৃষ্টিপাত হয়েছে। দিনের ভাগে সূর্যের প্রখরতা কমে এসেছে। কোথাও কোথাও সকালে ও রাতে কুয়াশার দেখাও মিলছে।
কোস্টাল এনভায়রনমেন্ট প্রটেকশন নেটওয়ার্কের সমন্বয়ক রুদ্র রুহান বলেন, সন্ধ্যা গড়ালেই ঠান্ডা অনুভূত হচ্ছে। তাই অনেকেই শীতের কাপড় পড়ে বের হচ্ছেন। এ ছাড়াও রাতে শীত থেকে রক্ষা পেতে লেপ বা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে হচ্ছে।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে বরগুনায়। সেই থেকে তাপমাত্রা কমতে থাকায় এখান শীত অনুভূত হচ্ছে। কুয়াশাও পড়তে শুরু করেছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, বেশি শীত না পড়লেও যতটুকু শীত পড়ছে তা অবহেলা করা উচিত হবে না। ইতিমধ্যে ঠাণ্ডা জনিত রোগেও আক্রান্ত হয়েছেন অনেকে। তাই সবার উচিত ঠাণ্ডা থেকে নিজেকে রক্ষা করা।
এসআইএইচ
