শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২টায় শেষ হতে যাচ্ছে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নামবেন জেলেরা। ফলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোলার মাছঘাট ও জেলে পল্লীতে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার সাম রাজ, পাঁচকপাট, বেতুয়া, সুলিজ, হাকিমুদ্দিন, তজুমদ্দিন, মির্জাকালু, বকশিঘাট তুলাতলি, দৌলতখাঁ, ফরাসগঞ্জ, ভোলার খাল, নাসির মাঝি, কাঠির মাথা, ভাংতির খাল, বিশ্বরোড, চঠারমাথা, রাজাপুরসহ সাগর পাড়ের জেলেরা ইতোমধ্যে ভিড় করছেন বরফ কারখানাগুলোতে।
জেলেরা জানায়, তারা ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেননি। সংসারে অভাব-অনটন। তাই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ, কেউবা এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ট্রলার, নৌকা ও জাল মেরামত কাজ সম্পন্ন করে আজ মধ্যরাতের পর থেকেই সাগরে নামতে তারা সব আয়োজন শেষ করেছে।
ভোলা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোল্লা এমদাদুল ঢাকাপ্রকাশ-কে বলেন, আজ মধ্যরাত থেকে শুরু হবে মাছ ধরা। বিগত বছরের চেয়ে এ বছর মৎস্য অভিযান স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে জেলেরা। তাই আগামীতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য গত ৭ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল।
এসজি
