আগামীকাল শেষ হচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান

আগামীকাল (২৮ অক্টোবর) শুক্রবার রাত ১২টায় ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষে আগামীকাল গভীর রাত থেকে সাগর ও নদীতে নামতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ভোলার জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা জেলার সাম রাজ,পাঁচকপাট, বেতুয়া, সুলিজ, হাকিমুদ্দিন, তজুমদ্দিন, মির্জাকালু, বকশিঘাট তুলাতলি, দৌলতখাঁ, ফরাসগঞ্জ, ভোলার খাল, নাসির মাঝি, কাঠির মাথা, ভাংতির খাল, বিশ্বরোড, চঠারমাথা, রাজাপুর সহ সাগর পাড়ের জেলেরা মাছ ধরার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব ঘাটে গিয়ে দেখাযায় জেলেরা কেউ নৌকায় জাল তুলছে, কেউ নৌকা ধুয়ে নিচ্ছে,কেউবা জালের সরঞ্জাম তুলছে।
এসব জেলেরা জানায়, তারা ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেননি। সংসারে অভাব-অনটন প্রকট আকার ধারণ করেছে। ইতিমধ্যেই জেলেরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ, কেউবা এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ট্রলার, নৌকা ও জাল মেরামত কাজ সম্পন্ন করে আগামিকাল (২৮ অক্টোবর)রাত থেকেই সাগরে নামতে তারা সব আয়োজন সমাপ্ত করেছে।
উল্লেখ্য মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য প্রতি বছরের ন্যায় এবারো গত ৭ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। প্রতিবছরের মতো এবারও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করেন কিছু মৌসুমী অবৈধ মৎস শিকারী। তাদের বাধা দিতে গেলে ভোলার পুর্ব ইলিশা সদর নৌ থানার পুলিশের ওপর হামলাসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
ভোলা মৎস্য অধিদফতরের উপ পরিচালক মোল্লা এমদাদুল ঢাকা প্রকাশকে জানান, আগামীকাল ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলমান মৎস অভিযান বলবৎ থাকবে। অভিযান পরিচালনায় আমাদের টিম ২৮ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত নদীতে টহল পরিচালনা করবে বলেও জানান এই কর্মকর্তা।
এএজেড
