রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সিত্রাংয়ের প্রভাবে ট্রলারডুবি, ১৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে ইটবোঝাই ট্রলার ডুবে নুর ইসলাম মোল্লা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লোহালিয়া নদীর প্রত্যাপপুর খেয়াঘাটে এলাকার নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে লোহালিয়া নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হয় নুর ইসলাম মোল্লা।

নুর ইসলাম মোল্লা পটুয়াখালী সদর উপজেলার লোহালীয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের বশির মোল্লার ছেলে।

পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হাওলাদার বলেন, ওই ট্রলারটি পটুয়াখালী থেকে ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিল। প্রত্যাপপুর এলাকায় পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। পরে প্রত্যাপপুর খেয়াঘাটে ট্রলারটি নোঙর করেন তারা। পরে রাত ৯টার দিকে ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন নুর ইসলাম। সকালে ফায়ার সার্ভিসের লোক গিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে সকালে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। পরে সকাল ১০টার দিকে লোহালিয়া নদীর প্রত্যাপপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসজি

Header Ad
Header Ad

প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছে মুলতান সুলতানস। দলটি ঘোষণা দিয়েছে, প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের সহায়তায় ১ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার বাংলাদেশি টাকা) করে অনুদান দেবে তারা।

শনিবার (১২ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেই ১৫ লাখ রুপি সংগ্রহ হয়েছে এই উদ্যোগে। ম্যাচটিতে মুলতানের ব্যাটাররা হাঁকিয়েছেন ৮টি ছক্কা এবং উইকেট পেয়েছেন ৭টি। মালিক আলি খান তারিন এক ভিডিও বার্তায় জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনকে সাহায্য করব। এই উদ্যোগ মূলত শিশুদের জন্য।”

মাঠের খেলায় শুধু মালিক নয়, খেলোয়াড়রাও এই উদ্যোগে শামিল হয়েছেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টসের সময় বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি চার, ছক্কা ও উইকেট যেন গাজার শিশুদের জন্য কিছু করে যেতে পারে।”

মুলতান সুলতানস প্রথম ম্যাচে করাচির বিপক্ষে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ে। অধিনায়ক রিজওয়ান নিজেই মেরেছেন ৫টি ছক্কা ও ৯টি চার, করেছেন ৬৩ বলে ১০৫ রান। যদিও শেষ পর্যন্ত মুলতান জয় পায়নি, তবে ম্যাচে দলটির সহানুভূতির ছোঁয়া ছড়িয়ে পড়ে দর্শকদের হৃদয়ে।

পিএসএলে মুলতান আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে। ফলে ফিলিস্তিনের জন্য এই দানের পরিমাণ আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি দেশবাসীর প্রতি আন্তরিক শুভকামনা জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এই দিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়।”

তিনি বলেন, “মুঘল সম্রাট আকবরের রাজত্বে বাংলা নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। কৃষি কাজ সহজ করতে তিনিই বাংলা সনের প্রবর্তন করেন, যা পরবর্তীতে সকল বাঙালির ধর্মনিরপেক্ষ ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায়।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে আসুন, আমরা অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাই। ২০২৪ সালের গণ–অভ্যুত্থান একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। এটি আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা দেয়।”

নববর্ষ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করে দেশের সার্বিক মঙ্গল কামনায় বার্তাটি শেষ করেন প্রধান উপদেষ্টা।

Header Ad
Header Ad

সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

ছবি: সংগৃহীত

সারা দেশে সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাপরিচালক আ. ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা ফাউন্ডেশনের সব পরিচালক ও উপপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জুমার দিন ইসলামে সর্বোত্তম ও বরকতময় দিন। মহান আল্লাহর বাণী অনুসারে, “হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বর্জন কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে।” (সুরা জুমা, আয়াত ৯)।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়—কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। সময়ের এ বৈচিত্র্যের ফলে পথচারী ও ভ্রমণরত মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

এই সমস্যার সমাধানে এবং মুসল্লিদের সুবিধার্থে দেশের সব মসজিদে একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ বিভাগ ও জেলার আওতাধীন সব মসজিদে নির্ধারিত সময় অনুযায়ী জুমার নামাজ আদায়ের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ফলক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা