ভোলায় সব রুটের নৌ চলাচল বন্ধ

পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নদী উত্তাল। এ ছাড়া ৬ নম্বর বিপদ সংকেত থাকায় ভোলার সব রুটের ফেরিসহ জেলার অভ্যন্তরীণ সব রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভোলা বিআইডব্লিউটিএ এর পরিচালক মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপটি রবিবার (২৩ অক্টোবর) রাত থেকে ঘূর্ণিঝড় সিত্রাং-এ রূপ নিয়েছে। আজ তা আরও প্রবল আকার ধারণ করতে পারে। পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. মাহবুব আলম জানান, সোমবার ভোর ৫টা থেকে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, রাজধানী ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টির পরিমাণ কম থাকলেও ধীরে ধীরে তা বাড়ার আশঙ্কা রয়েছে।
এসএন
