বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ভোক্তার অধিকারের অভিযানে পৌনে ৯ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের প্রথম পাক্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোট ৮ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে বাজার তদারকির সংখ্যা ছিল ৬০টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৮টি, অভিযোগ ১টি এবং জরিমানা আদায় করা হয়েছে- অভিযোগের ভিত্তিতে ৫০ হাজার টাকা এবং বাজার তদারকিতে ৮ লাখ ২৩ হাজার টাকা। এই জরিমানার মধ্য থেকে যিনি অভিযোগ করেছিলেন তিনি ৫০ হাজার টাকার ২৫ পার্সেন্টে পেয়েছেন সাড়ে ১২ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সোমবার (১৭ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশিত হয়।

১৫ দিনে বরিশাল বিভাগীয় কার্যলয়ের বাজার তদারকির সংখ্যা ২২টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬টি, অভিযোগ রয়েছে ১ টি। জরিমানা আদায় করা হয়েছে- তদারকি এবং অভিযোগ মিলিয়ে ২ লাখ ৬৯ হাজার টাকা।

বরিশাল জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৯টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি, এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৪ হাজার টাকা। পটুয়াখালী জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৫টি। বাজার তদারকিতে ১০টি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৫৭ হাজার টাকা।

ভোলা জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। দণ্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি। আর জরিমানা আদায় করা হয়েছে ৭০ হাজার টাকা। বরগুনা জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৮৯ হাজার টাকা জরিমানা আদায়।

পিরোজপুর জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। ৬৭ হাজার টাকা জরিমানা করা হয় ১৮টি প্রতিষ্ঠান থেকে। ঝালকাঠি জেলা কার্যালয়ের বাজার তদারকির সংখ্যা ছিল ৬টি। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়ে ১ লাখ ১৬ হাজার টাকা।

এসব অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। তবে জনস্বার্থে বাজার তদারকিমূলক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী।

এসজি

Header Ad
Header Ad

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। বুধবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহারের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়, যার ফলে প্রতিষ্ঠানটি ৯০ কার্যদিবসের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) থেকে এনজিএসও লাইসেন্স সংগ্রহ করতে হবে। এই লাইসেন্সের অনুমোদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, “আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছি এবং ইতোমধ্যে স্টারলিংকের প্রযুক্তি ইতিবাচকভাবে যাচাই করা হয়েছে।”

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষা চালানো হয়। এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি আরও দ্রুত এগিয়ে যায়। গত ১৩ ফেব্রুয়ারি স্টারলিংক নিয়ে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যা পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা এক নতুন যুগের সূচনা করেছে। কারণ, স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা এখন দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছাতে পারবে, যা শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান ডিজিটাল বৈষম্য কমাতে সহায়ক হবে। একই সঙ্গে দুর্যোগকালীন জরুরি যোগাযোগেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

Header Ad
Header Ad

বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ

বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি হোটেলে আজ বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ সরকার। তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয় তাকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কিহাক সাংয়ের হাতে সম্মাননাপত্র তুলে দেন। কিহাক সাং ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন এবং তখন থেকেই দেশের অর্থনীতিতে বিশেষ করে পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এবারের বিনিয়োগ সম্মেলনে কিহাক সাংসহ মোট পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানিত করা হলেও কেবল তাকেই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, “সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।”

 

এছাড়া সম্মেলনে বিনিয়োগ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘ইনোভেশন ক্যাটাগরিতে’ ফ্যাব্রিক লাগবে লিমিটেড, ‘বিদেশি বিনিয়োগ ক্যাটাগরিতে’ ওয়ালটন ও বিকাশ এবং ‘দেশীয় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে’ স্কয়ার ফার্মাসিউটিক্যালস–কে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

Header Ad
Header Ad

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ

ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ব্যবহার করে বিসিএসসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৮তম থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত বিভিন্ন নিয়োগে এই জালিয়াতির তথ্য উদঘাটন হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুদকের একটি বিশেষ টিম সরকারি কর্ম কমিশনে অভিযান চালিয়ে এসব তথ্য সংগ্রহ করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, এনফোর্সমেন্ট টিম সরকারি কর্ম কমিশনের নথিপত্র পর্যালোচনা করে ৩৮তম থেকে ৪৩তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের তালিকা সংগ্রহ করেছে। পাশাপাশি ৯ম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন, তাদেরও তালিকা সংগ্রহ করে যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দুদক। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে প্রমাণ মিলেছে।

এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, বর্তমানে জনপ্রশাসনে মুক্তিযোদ্ধা কোটায় ৮৯ হাজার ২৩৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন, যাদের বড় একটি অংশ আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত। এদের অনেকের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থায় মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ব্যক্তিদের একটি বড় অংশের সনদ যাচাই করতে গিয়ে অনেকের সনদ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শিক্ষা, ব্যাংক ও পুলিশ বিভাগে এ ধরনের অভিযোগ বেশি। শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ১৫ বছরে ২৯ হাজার ৪৮৫ জন এবং পুলিশ বিভাগে ২৩ হাজার ৬৩ জন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন, যাদের মধ্যে অনেকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ