বসতবাড়ির প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পরিবারের বসতবাড়ির প্রবেশের পথ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। এতে গৃহকর্তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ হতে চলেছে। বসতবাড়ির প্রবেশের পথ বন্ধ করার প্রতিবাদ করায় গৃহকর্তা দেলোয়ার শেখকে(৪৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ার হোসেন মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে দেলোয়ার শেখ তার পিতার জমিতে ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কয়েকদিন আগে তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় কামরুজ্জামান শেখ ও তার সহযোগীরা। নিরুপায় হয়ে দেলোয়ার মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাতে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
আহত দেলোয়ার শেখের মা মোমেনা বেগম জানান, বহু বছর ধরে এই জমিতে ঘর বেধে পরিবার নিয়ে বসবাস করে আসছে তার ছেলে। প্রতিপক্ষরা তাদের জমি দাবি করে বাড়ি প্রবেশের রাস্তায় দুটি বেড়া দিয়ে আটকে দেয়।
দেলোয়ার হোসেনের মেয়ে দিপা আক্তার বলেন, সে স্থানীয় গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দুটি বেড়া দিয়ে আটকে দিয়েছে। তাই তার স্কুলে ও প্রাইভেট পড়তে যেতে অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে কামরুজ্জামান শেখের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ
