জামিন পেলেন সেই মেয়র ও চেয়ারম্যান

বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কোপানোর ঘটনায় হত্যা চেষ্টার মামলায় আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুর রহমানসহ ছয়জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক আরিফুর রহমান ।
জামিন পাওয়া অন্য আসামীরা হলেন-ইসফাক আহম্মেদ তোহা, রুহুল আমিন, রফিকুল ইসলাম রাকিব আকন, জাকারিয়া হোসেন।
মামলার ২ নম্বর আসামি শাহাবুদ্দিন শিহাব গত ৬ সেপ্টম্বর বরগুনা জেলা ডিবির হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন। ১ নম্বর আসামি সবুজ ম্যালাকার এখনো পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সন্ধ্যায় আমতলী শহরের বঙ্গবন্ধু সড়কের আলহেলার মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার ১৬ দিন পর ১ সেপ্টম্বর আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান ও তার ভাই আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অঞ্জাত আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করেন মেয়াজ্জেম হোসেন খানের ভাতিজা কবির হোসেন খান।
