দেশের মানুষ এখন অনেক ভালো আছে: আমু

আন্তর্জাতিক একটি সমস্যা সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্ববান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, বিদেশের তুলনায় বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো আছে। মানুষ এখন বুঝতে পেরেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কতো কষ্ট করে দেশটাকে চালাচ্ছে, তাই বিরোধী দল আন্দোলনের নামে দানা বাধতে পারেনি।
এ দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে বলেই বিএনপির আন্দোলনে সারা দেয় না। বুধবার সন্ধায় ঝালকাঠির নবগ্রাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমির হোসেন আমু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সমস্ত ইউরোপ কেপে উঠেছে। এই সময় বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের সরকার হিমশিম খাচ্ছেন।
রাশিয়া থেকে তেল ও গ্যাস না দেওয়ার কারণে সারাদেশে বিদ্যুৎ ও তেলের সংকট। আমরা আমদানি নির্ভর দেশ। যেসব দেশ থেকে আমাদের আমদানি করতে হচ্ছে, তারাই যখন পারছে না তখন আমরা কিভাবে পাবো।
বাংলাদেশে যেসব জিনিসের দাম বাড়ার কথা বলে বিরোধী দলের নেতারা হই-চৈ করছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিদেশের অনেক দেশের তুলনায় বাংলাদেশে পণ্যের দাম কম আছে। ১২ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, বরিশাল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রকৌশলী দিপঙ্কর মন্ডল, ঝালকাঠি পল্লী বিদ্যুতায়ন সমিতির জিএম প্রকৌশলী মো. ইমদাদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ। ঝালকাঠি পল্লী বিদ্যুতায়ন সমিতির সভাপতি মো. রাজু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সহসভাপতি জিএম মোর্শেদ।
এএজেড
